মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪
ঢাকা মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪, ১০ পৌষ ১৪৩১
The Daily Post

সামেক হাসপাতালে সিটি স্ক্যান মেশিন বিকল চিকিৎসাসেবা ব্যাহত 

সাতক্ষীরা প্রতিনিধি

সামেক হাসপাতালে সিটি স্ক্যান মেশিন বিকল চিকিৎসাসেবা ব্যাহত 

সাতক্ষীরার মেডিকেল কলেজ হাসপাতালটিতে বিভিন্ন বিভাগ এবং কঠিন ও জটিল রোগের চিকিৎসা আর অপারেশন চলমান থাকলেও চিকিৎসাসেবায় ব্যবহূত গুরুত্বপূর্ণ যন্ত্রপাতির সল্পতা ও মেয়াদ উত্তীর্ণ যন্ত্রপাতির কারণে চিকিৎসার মান ক্ষুন্ন হচ্ছে বলে দাবি কর্তৃপক্ষের। 

বিশেষ করে গত ২৯ আগস্ট থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ সিটি স্ক্যান মেশিনটি বিকল হওয়ায় চিকিৎসা দিতে হিমসিম খাচ্ছে কর্তৃপক্ষ। 

সামেক পরিচালক ডা. কুদরত-ই খোদা গত রোববার একান্ত সাক্ষাৎকালে জানান, সামেকের সিটি স্ক্যান মেশিনটি নষ্ট হওয়ায় দারুণ ঝামেলায় পড়েছি, কারণ হাসপাতালে নিবিড় পরিচর্চায় থাকা রোগীদের যেকোন মুহুর্তে সিটি স্ক্যান করার প্রয়োজন হতে পারে তখন উপায় কি? তাদের যদি বাহিরে পাঠানো হয় সেক্ষেত্রে তার জীবন বিপন্নের ঝুঁকি বাড়তে পারে এটির দায়িত্ব কে নিবে? সবকিছু মাথায় রেখে ইতোমধ্যে মেশিনটির সরবরাহকারী প্রতিষ্ঠানসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে দ্রুত মেশিনটি মেরামতের ব্যবস্থা করার জন্য চেষ্টা চালাচ্ছি। 

তিনি আরও জানান, দিন দিন কিডনি রোগীর সংখ্য বৃদ্ধি পাচ্ছে। হাসপাতালে ডায়ালাইসিস মেশিন আছে মোট ১৯টি এর মধ্যে একটি সম্পূর্ণরুপে নষ্ট, ৮টির মেরামত কাজ চলমান, ১১টি সচল রয়েছে, তবে সবগুলি মেশিনের মেয়াদ ৭/৮ বছর আগেই উত্তীর্ণ হয়েছে। যে কারণে মেরামতের উপর নির্ভর করে চালাতে হচ্ছে। 

তবে একটি সু-খবর দিতে পারি হাসপাতালের ৮ম তলায় প্রজেক্টের মাধ্যমে ৫০টি ডায়ালাইসিস মেশিন বসানোর কাজ চলমান সেখানে মেশিনগুলো অপারেট করার জন্য ওই প্রজেক্টের পক্ষ থেকে জনবল সরবরাহ করবে বলে জেনেছি। বিশেষ করে হাসপাতালে জরুরিভিত্তিতে একটি এম.আর আই মেশিন প্রয়োজন সেটি ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে। জটিল বিষয় হচ্ছে হাসপাতালে অপারেশনের জন্য অ্যানার্থ্যাসিয়া মেশিন খুব গুরুত্বপূর্ণ বিষয়। 

যে মেশিনটি আছে সেটি তে যে হেলোজেন্ট বা কেমিক্যাল ব্যবহার করা হতো সেটিতে রোগীর পার্শপ্রতিক্রিয়া দেখা দেয়ায় সেটা সরকারিভাবে বন্ধ করা হয়েছে। যে কারণে নতুন মেশিন সরবরাহের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বরাবর আবেদন করা হয়েছে বলে তিনি জানান। 

টিএইচ